এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর ) বিকালে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘ইন্টারনেট আসক্তির ক্ষতি ‘প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দেশব্যাপী ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা ২০২২ পালন করা হয।
এই বিজ্ঞান মেলায় উপজেলার চুনারুঘাট সরকারি কলেজ,জে এম এস ইনভেশন ক্লাব,পঞ্চাশ হাই স্কুল এন্ড কলেজ,সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়,চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়,শ্রীকুটা উচ্চ বিদ্যালয়,মাসুদ চৌধুরী হাই স্কুল ও কলেজ,দক্ষিনাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় ,শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়,মিরাশি উচ্চ বিদ্যালয়,অগ্রণি উচ্চ বিদ্যালয়,সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব মোজাফফর উচ্চ বিদ্যালয়,গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ অংশ গ্রহণ করে।
এ উপস্থিত অতিথিগণ সকলকে বিজ্ঞান বিষয়ে মনোযোগী হওয়ার ও আগামী সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী প্রমুখ।