শিব্বির আহমদ আরজু :
বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে দিবসটি উদযাপন করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সন্ধায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, মৎস্য অফিসার নুরুল ইকরাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান মাহমুদ, সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব প্রমুখ।
সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন,দুই ধরনের অভিবাসী রয়েছেন পৃথিবীতে। একটি হলো স্থায়ী অভিবাসী অপরটি অস্থায়ী অভিবাসী। বিভিন্ন দেশে বাংলাদেশের বিপুল অভিবাসী রয়েছেন। তারা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা।
অপরদিকে আমাদের দেশেও বিভিন্ন দেশের অভিবাসী রয়েছেন। অভিবাসী থাকা যে কোন দেশের জন্য মঙ্গলজনক। মানুষ মানুষের জন্য এই কথাটি মাথায় রেখে অভিবাসী ও স্বদেশীদের মধ্যে মেলবন্ধন তৈরী করতে হবে।