এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
সিলেটে বিভাগীয় বিজ্ঞান উৎসব আঞ্চলিক পর্বে চুনারুঘাটের ছাত্রছাত্রীর বিজয় অর্জন করেছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান উৎসব আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে নিম্ন মাধ্যমিক শাখা প্রতিযোগীতায় সিলেট বিভাগে চ্যাম্পিয়ন ও সেরাদের সেরা হয় দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিলয় দত্ত।এছাড়া মাধ্যমিক শাখায় বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থী অন্বেষা ঘোষ।
বিজ্ঞান চিন্তা বিকাশের ব্যতিক্রম এ আয়োজন ছিল মনোমুগ্ধকর। এতে বিভিন্ন জেলার শহর ও উপজেলার অসংখ্য ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।
দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের কো-কারিকুলার অ্যাকটিভিটি তরান্বিত করতে বিজ্ঞান শিক্ষক সাদ্দাম হোসেন ও সহকারী শিক্ষক (ইংরেজি) বশির আহমেদের আন্তরিক পরিশ্রম ও সহযোগিতা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তৈয়বা আক্তার, সহকারী শিক্ষক (ইংরেজি) আব্দুল খালেক প্রমুখ।