আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক ও অটোরিকশা আরোহী নিহত দুই জনের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।
শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনা মোতাবেক নিহতের বাড়ীতে গিয়ে নিহতদের স্বজনদের হাতে এ অর্থ দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই মর্মান্তিক মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবারেরকে সহমর্মিতা ও সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে দ্রুতগামী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা ২জন নিহত ও তিনজন আহত হন।