বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে উপনির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোঃ কাজল মিয়া খন্দকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) দুপুরে তাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ডিএনআই হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণয় দেব, সাংবাদিক এম শামছুদ্দিন, সাজিদুর রহমান, সাদিকুর রহমান, ইউপি সদস্য আব্দুল করিম, কাজী আফজল মিয়া, কাজী আলফু মিয়া, কাজল তালুকদার সহ বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা ও ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য বাহুবল উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল হান্নান চৌধুরী ইন্তেকাল করেন। এতে উক্ত ওয়ার্ড শুন্য হলে নির্বাচন কমিশন গত ২ নভেম্বর উপনির্বাচনের আয়োজন করে। এতে মোঃ কাজল মিয়া খন্দকার বিপুল ভোটে জয়ী হলে সরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।