মাধবপুর প্রতিনিধি :
মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী,সমবায় কর্মকর্তা মিজানুর,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী ,আনসার বিডিপি কর্মকর্তা কামরুল ইসলাম ,তথ্যসেবা কর্মকর্তা মেরিন নাসরিন,ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকুমল রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক বেনু মাধব রায়, যুবলীগের সভাপতি ফারুখ পাঠান, সাংবাদিক আয়ুব খান,মিজানুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় জেনে তারা ১৪ ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।সকাল থেকে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সংগীত,চিত্রাংকন ও যেমন পার তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।