হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে রুপালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন হয়েছে। এটি মাধবপুর শাখার অধীনে ১৩তম উপ-শাখা।
জুম এ্যাপ এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে এই শাখার উদ্বোধন করেন রুপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক। বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান।
রুপালী ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শিকদার ফারুক- এ আজমল এর সভাপতিত্বে ও রুপালী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমানের সঞ্চালনায় গ্রাহক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
রুপালী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, শাহজিবাজারে একাধিক সরকারী বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি, রাবার বাগান, গ্যাস ফিল্ড, বেসরকারী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অনেক শিল্প কারখানা অবস্থিত। গ্রাহদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এখানে উপ-শাখা চালু করা হয়েছে।