এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কুষ্ঠ বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, কুষ্ঠ মানেই অভিশাপ নয়। চিকিৎসা নিলে রোগটি ভালো হয়ে যায়। ইতোমধ্যে কুষ্টররোগে বাংলাদেশের বি়ভিন্ন উপজেলা ইয়োলোজোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। আবার কোন কোন অঞ্চলে প্রতিনিয়তই বাড়ছে কুষ্ঠ রোগীর সংখ্যা।তাই আমাদের কে সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক, আরএমও ডাক্তার ফাতেমা হক সহ অতিথি গণ। তারা বলেন,কুষ্ঠ মুক্ত করতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গণ এ কর্মশালায় অংশ নেন।