সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ উপজেলায় নূরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া ও তার সহধর্মিণী মাসুমা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়,গত ৪ ডিসেম্বর ব্যাংকের ঋন খেলাপী দায়ে নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়ার মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়ে যায়। এ প্রেক্ষিতে আপিলের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী নুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আজ শনিবার ( ১০ ডিসেম্বর )দুপুর সোয়া ১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া ও তার সহধর্মিণী মাসুমা আক্তার দু’জনেই মনোনয়নপত্র প্রত্যাহার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান এর হাতে তুলে জমা দেন ।
এ মনোনয়নপত্র প্রত্যাহার করে জমা দেওয়ার পর বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া এ প্রতিনিধিকে বলেন , আমার বিরুদ্ধে বহুদিন ধরে একটি মহল ষড়যন্ত্র করে আসছে। যাহাতে আমি নির্বাচন করতে না পারি।
চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে জমা দেওয়ার খবর শুনে তার সহধর্মিণী মাসুমা আক্তার ও মনোনয়নপত্র প্রত্যাহার করে জমা দেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান জিজ্ঞেস করলে তিনি প্রতিনিধি কে বলেন, নুরপুর ইউনিয়নে স্বামী- স্ত্রী দু’জনেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আব্দুল ছোবহান ছায়েদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
উল্লেখ্য,প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর নুরপুর ও ব্রাহ্মনডোরা ইউনিয়নে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।