স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে বেগম রোকেয়া দিবস ও জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দিবসটি পালন উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা এবং বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ট জয়ীতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ আয়েশা আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রোমানা আক্তারসহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।
এ বছর জেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে খায়রুন্নেছা পপি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে শিপ্রা রাণী পাল, সফল জননী হিসেবে আম্বিয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন নাজমা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় স্বপ্না রাণী দেব বর্মাকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সদর উপজেলার ৪জনকে নারীকে জয়ীতা সম্মানা প্রদান করা হয়।