স্টাফ রিপোর্টার :
বানিয়াচং থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আসামীরা হলো- উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা গ্রামের জুলহাস মিয়ার পুত্র সোহেল মিয়া (৪২), নুরুল আমিন সুবলের পুত্র হুমায়ুন আহমেদ বুকন (২৮) ও জুবান আলীর পুত্র আরব আলী (২৬)।
সূত্রে জানা যায়, (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বানিয়াচং থানার এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এছাড়া অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামী বহু অপকর্মের হোতা হুমায়ুন আহমেদ বুকন ও আরব আলীকে চট্টগ্রাম জেলা শহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালে উপজেলার গ্যানিংগঞ্জ বাজারের আলম ফার্মেসীতে ছোরাব উল্বা ঔষধ ক্রয় করতে গেলে সোহেল, মকছুদ আলীসহ অন্যান্যরা তাঁর শরীরের ৭টি স্থানে অতর্কিত ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। যাহার মামলা নং- ৭১০/২০০৪। ২৫ অক্টোবর ২০২২ইং ওই মামলার রায় ঘোষণার পর (১৮ বছর) মামলার রায়কৃত ২ আসামীর মধ্যে ১ আসামী সোহেলকে গ্রেফতার করে থানা পুলিশ। অপর আসামী মকছুদ আলী পলাতক রয়েছে।