বাহার উদ্দিন, লাখাই থেকে:
লাখাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুরুতে দূর্নীতি বিরোধী মানববন্ধন উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।নানা শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে অনুষ্টিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও)মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশনেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এল,জি,ই,ডি) প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব গাজী শাহজাহান চিশতি, সহসভাপতি ও বি,এস,উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফজলুল করিম।