স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে তামাক সেবন ও এজাতীয় পদার্থের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ২৫০শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক।
দিনব্যাপি অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহন করেন।
এসময় তামাকের ক্ষতিকারক দিক তুলে বক্তারা বলেন, তামাক শুধু একজন ব্যাক্তিকে ধ্বংস করেনা, এর প্রভাব সমাজের চারদিকে বিস্তৃতি ঘটায়। এমনকি একটি পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে এই তামাকের কারণে। তাই নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে তামাককে বর্জন করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ দিব্যেন্দু রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার কলিম উল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, সেইভ দা চিলড্রেন এর রওশন আরা বেগম প্রমুখ।