স্টাফ রিপোর্টার :
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬দিন ব্যাপি আন্তর্জাতিক কর্মসুচী উপলক্ষে মৌলভী বাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) জেলা সদর হাসপাতাল থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে শেষে ইপিআই ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মূর্শেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার, উপপরিচালক পরিবার পরিকল্পনা খন্দকার মাহবুবুর রহমান, উপপরিচালক সমাজসেবা মুহাম্মদ হাবিবুর রহমান, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন আনোয়ারুল কাদিরসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতার্গণ।
অনুষ্ঠানে জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক উপস্থাপনা করেন প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনালের জেলা প্রোগ্রাম অফিসার সোহেল রানা। সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রবিউস সানি।
এসময় বক্তাগণ বলেন, সরকারী বেসরকারী বিভিন্ন উদ্যোগের ফলে অতীতের তুলনায় বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন অনেকাংশে কমে এসেছে। তাছাড়া সরকার নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন করেছে। তাই নারী ও শিশু নির্যাতন এবং বৈষম্যমুলক আচরণের বিরুদ্ধে প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।