বাহার উদ্দিন, লাখাই থেকে:
৭ডিসেম্বর ঐতিহাসিক লাখাই মুক্ত দিবস। ১৯৭১ সকালে এই দিনে লাখাই উপজেলার পশ্চিমাঞ্চল পাক হানাদার বাহিনীর হাত মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহণ করে। এর মধ্যে স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পন,স্মৃতিচারণ মূলক আলোচনা সভা।
দিবসের শুরুতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষে উপজেলা স্মৃতিসৌধ এ পুষ্পস্তবক করে শ্রদ্ধান্জলী নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন ও বীরমুক্তিযোদ্ধা বৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিকাল ৩ ঘটিকায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর,পজীব কর্মকর্তা এ,কে,এম,শাহেদ, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান গাজী শাহজাহান চিশতি, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সুন্দর আলম।