এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
চুনারুঘাটে মহান বিজয় ও বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবার হোসেন জিতু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আলীর সঞ্চালনায় মহান
বিজয় দিবস ও জাতীয় সম্মেলনকে সামনে রেখে পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ কে কেন্দ্র করে সতর্ক পাহারায় থাকতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের আওতাধীন সকল ইউনিট ও এর সহযোগী সংগঠনের সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামাতের নাশকতা মোকাবেলায় চুনারুঘাট শহরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসময় চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন৷
আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে চুনারুঘাট উপজেলা থেকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নেতাকর্মীরা অংশ নেবেন বলেও জানানো হয়।