বিশেষ প্রতিনিধি :
“মাটি : খাদ্যের সুচনা যেখানে” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে মৃত্তিকা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষি মন্ত্রনালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট সিলেটের উর্দ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তপন কুমার সাহা এতে মূল বক্তব্য উপস্থাপন করেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী , কমিশনার শোয়েব শাত ঈল ইভান, জেলা তথ্য কর্মকতার্ পবন চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকতার্ সুকান্ত ধর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশ্বের সব দেশে সুস্থ্য মৃত্তিকার সুফলকে উৎসাহিত করতে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি ও পরিবেশের সুরক্ষায় আমাদেরকে মৃত্তিকার প্রতি আরও যত্নবান হতে হবে। মাটিতে রাসায়নিক পদার্থ ব্যবহারের পরিবর্তে জৈব পদার্থের ব্যবহার বৃদ্ধি বাড়াতে হবে। আর এ জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি। তবেই আমাদের মাটিকে সুরক্ষা করতে পারব এবং খাদ্য উৎপাদনের লক্ষমাত্রা অর্জণ করতে পারব।