চুনারুঘাট প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) অমুল্য কুমার চৌধুরী সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের ডিআইজি অফিসে ডিআইজি মিজানুর রহমান পিপিএম এর কাছ থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।
এ সময় উপস্থিত সিলেটের এডিশনাল ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, সিলেটের এসপি নুরে আলম মিনা, হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র, মৌলভীবাজারের এসপি শাহ জামাল ও সুনামগঞ্জের এসপি হারুনুর রশীদসহ সিলেট বিভাগের আরও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এছাড়া এ এস আইদের মধ্যে চুনারুঘাট থানার এএসআই আলমাছ মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। এসময় সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম এর কাছে থেকে শ্রেষ্ঠ এএসআই আলমাছ মিয়া ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।