হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ সদর উপজেলায় ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সরকারের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে এ হুইল চেয়ারগুলো বিতরণ করেন তিনি।
সোমবার বেলা পৌনে ১২টায় এমপি আবু জাহির প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন। এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হবিগঞ্জ কার্যালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুদীপ্ত পাল ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. অসীমা রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপকারভোগী ও তাদের স্বজনদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা ও প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি অঞ্চলে প্রতিবন্ধীদের নানা রকমের সহযোগিতা ও সেবা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ফিজিওথেরাপী দেওয়া হচ্ছে। এ সময় সঠিকভাবে এ সেবাগুলো অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন