লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার উপ- পরিদর্শক(এস আই) মিজান উল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আঃ ছাওার মিয়ার ছেলে ছফিল মিয়া কে গ্রেপ্তার করে এবং লাখাই থানার উপ- পরিদর্শক(এস আই) ফারুক খন্দকার, উপ- পরিদর্শক(এস আই) শাজাহান, উপ-পরিদর্শক(এস আই) ভজন চন্দ্র দাশ, সহকারী উপ- পরিদর্শক ( এ এস আই) শওকত আলী, সহকারী উপপরিদর্শক(এ এস আই) সুমন, সহকারী উপ- পরিদর্শক (এ এস আই) ইলিয়াস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে রবিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে পলাতক ও নিয়মিত মামলার ৮ জন আসামীদের কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের মৃত দুলা মিয়ার ছেলে সফু মিয়া, মৃত মোতালিব মিয়ার ছেলে জয়নাল, সন্তোষপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মোস্তাফা, ফরজ মিয়ার ছেলে আঃ হামিদ, মৃত বিলাল মিয়ার ছেলে মাছু মিয়া, মৃত বিলাল মিয়ার ছেলে ছিনু মিয়া, ছিনু মিয়ার ছেলে মিরজান মিয়া কে তাদের বাড়ী থেকে লাখাই থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে সোমবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান বিশেষ অভিযানের অংশ হিসাবে আসামীদের কে গ্রেপ্তার করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।