হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিজ্ঞ বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। এ সময় বিচারক আসামিদের প্রত্যেকে এক লাখ টাকা জরিমানাও করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন একই গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোস্তফা মিয়া (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ মোস্তফা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশাকরি ভবিষ্যতে অন্য কেউ একই অপরাধ করতে সাহস পাবে না।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ইং সালে স্থানীয় বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ছিলেন ভুক্তভোগী। ওই বছরের ১৮ জুন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামিরা রাতে ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। যাওয়ার সময় তারা বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে যায়।
১৯ জুন ভুক্তভোগীর বাবা বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। ওই দিনই তিনি মাধবপুর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।