মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জে পুরাতন খোয়াই নদীতে গোসল করতে গিয়ে সারবানু (৭৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
পরে স্থানীয় লোকজন পুরাতন খোয়াই নদী হতে ওই বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১লা ডিসেম্বর বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন ছনাও গ্রামের পুরাতন খোয়াই নদীতে।
মৃত সার বানুর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উল্লেখিত সময়ে ওই মহিলা পুরাতন খোয়াই নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোক জন তাকে খুজঁতে পুরাতন খোয়াই নদীতে গেলে ওই মহিলার মৃত দেহ পানিতে ভাসা অবস্থায় দেখতে পায়।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ও আশপাশের শত শত নারী-পুরুষ তাকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় জমায়। মৃত সার বানু শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী ছনাও গ্রামের মৃত আলী হোসেনের স্ত্রী।মৃত্যু কালে তিনি ১পুত্র,৩কন্যা,নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান।