এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মেধাবী ছাত্রী সুমাইয়া জান্নাত তানহা বিজ্ঞান বিভাগে এপ্লাস অর্জন করেছে।
সোমবার দেশজোড়ে এসএসসি সমমান পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়।সদ্যপ্রাপ্ত ফলাফলে সুমাইয়া জান্নাত তানহা চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এপ্লাস অর্জন করেছে।
জানা যায়,মেধাবী সুমাইয়া জান্নাত তানহা পিএসসি, জেএসসি পরিক্ষায়ও এপ্লাস অর্জন করেছিল।
সে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ বিলাল এর ভাতিজী।তানহা চায় একজন যোগ্য মানুষ হিসাবে প্রতিষ্টিত হতে।
তানহা’র এপ্লাস অর্জন সকল শিক্ষক শিক্ষিকা শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পিতা দুলাল মিয়া ও
মাতা লিপি আক্তার।