চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন শিক্ষার্থী, দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী, কারিগরী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৮শত ২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৬শত ৩০জন শিক্ষার্থী। পাশের হার ৬৯.১৭ ভাগ। দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯শত ১৪জন এর মধ্যে পাশ করেছে ৮শত ১৩জন। পাশের হার ৮৯ ভাগ।
কারিগরী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৪০জন এর মধ্যে পাশ করেছে ১৩৪জন। পাশের হার ৯৩.৭০ ভাগ। এসএসসির ফলাফলে চুনারুঘাট উপজেলার দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।