সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মেয়েকে অন্যত্র উপজেলা বিয়ে দেয়ায় সমুজ আলী ( ৫০ )নামে এক হতভাগ্য পিতাকে পিটিয়ে আহত করেছে এলাকার একদল প্রভাবশালী লোক ।
গুরুতর আহত অবস্থায় গত রবিবার (২৭ নভেম্বর ) রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অভিযোগ রয়েছে – শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের করকরহাটি নিশাপট গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত জহুর আলী পুএ বৃদ্ধ কবিরাজ মোঃ সমুজ আলীর কন্যাকে গ্রামের সর্দার , মেম্বার সহ আরো লোকজন গ্রাম ছাড়া করেছে।
স্হানীয় ও আহত সূত্রে জানা যায় ,করকরহাটি নিশাপট গ্রামের সমুজ আলী তার কন্যাকে চলতি বছর প্রায় দেড় বছর পূর্বে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে শাকিরমোহাম্মদ গ্রামের কাদিয়ানী বংশের তাহির চৌধুরী সাথে বিয়ে দেন । সমুজ আলী কেন তার মেয়েকে কাদিয়ানী বংশের তাহির চৌধুরী সাথে বিয়ে দিয়েছেন ।
এ ঘটনা করকরহাটি নিশাপট গ্রামের মানক্ষুন্ন হয়েছে কিন্তু এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সমুজ আলীর প্রতিবেশি প্রভাবশালী কতিপয় যুবক তার সহযোগীদের নিয়ে বৃদ্ধ কবিরাজ সমুজ আলীকে শাসায় এবং তার মেয়েকে করকরহাটি নিশাপট আসতে বারণ করে ।
গ্রামের লোকজনদের ভয়ে পিত্রালয়ে আসা ছেড়ে দেয় মেয়েটি । মেয়েটি পিতার অসুস্থ শুনে মেয়েটি পিতাকে দেখতে এলে মেয়ে এবং সমুজ আলীকে এলোপাতাড়ি ভাবে মারধোর করে করকরহাটি নিশাপট গ্রাম থেকে তারিয়ে দেয়া হয় ।
এ ঘটনায় ১মাস পূর্বে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দিলে বিষয়টি থানা পুলিশ সমাধান করে দেয় ।
সমুজ আলী অভিযোগে জানা যায় – গত রবিবার ( ২৭ নভেম্বর ) সন্ধা ৭ টায় বৃদ্ধ কবিরাজ সমুজ আলীকে ঘর থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে মারধোর করা হয়েছে ।
এ ঘটনায় সমুজ আলী মেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে স্হানীয় সচেতন লোকজন আহত সমুজ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি করে ।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।থানা পুলিশ অপরাধী ধরতে অভিযান অব্যাহত আছে ।