চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইসলামপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
আহত সূত্র জানায়, ইসলামপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র রিপন মিয়ার কাছ থেকে একই গ্রামের বাবলু মিয়ার পুত্র সাইফুল ইসলাম কিছু টাকা ধার নেন।
শক্রবার(১৯জুন)দুপুরে রিপন মিয়া সাইফুল ইসলামের কাছে গিয়ে পাওনা টাকা ফেরত চান। এ সময় সাইফুল ইসলাম পরে দিবে বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে জুম্মার নামাজ পড়ে রিপনের ভাই সুমন আলী মসজিদ থেকে বের হয়ে আসলে সাইফুল ইসলামসহ কয়েকজন তার উপর হামলা চালায়। এতে সে আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বিয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের মধ্যে সুমন আলী (২৫), ইউসুফ আলী (৪০) ও রুমা আক্তারকে (২০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।