মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে আজ বিনা মূল্যে কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী উপজেলা অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ,ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম ,এডভোকেট সুফিয়া আক্তার হেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন,প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক প্রমূখ।
এসময় কৃষি বিভাগের সংশ্লিষ্টরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।৩হাজার ২শ জন কৃষক কৃষাণির মাঝে জন প্রতি ৫ কেজি উফসী ধান বীজ, ১০কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার।
৩ হাজার কৃষক কৃষাণি কে উন্নত জাতের জন প্রতি ২ কেজি হাইব্রিড ধান বীজ বিতরন করা হয়।