নিজস্ব প্রতিবেদক:
আসছে আগামী ২৯ শে ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০২ নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিলেন নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী সাবেক ফুটবলার আক্তার হোসেনের দ্বিতীয় পুত্র মোবারক হোসেন পিন্টু।
২৭ নভেম্বর রবিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ রফিক মিয়া, মোঃ আব্দুল লতিফ ,সাখাওয়াত হোসেন টিটু, তোফাজ্জল হোসেন অপু, তারেক আজিজ ও রাজীব মিয়া প্রমুখ।
এসময় মোবারক হোসেন পিন্টুর সমর্থকরা এ প্রতিনিধিকে জানান ,০২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোবারক হোসেন পিন্টু একজন সৎ মেধাবী ও জনবান্ধব ব্যক্তি, আগামী ২৯ তারিখ নির্বাচনে আমরা মেম্বার হিসেবে পিন্টু ভাইকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমাদের জানামতে সাধারণ মানুষের যে কোন বিপদ- আপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন।
এবিষয়ে মেম্বার প্রার্থী মোবারক হোসেন পিন্টু বলেন, আমি জনগনের মনোনীত প্রার্থী হয়ে ০২ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছি, আমি দীর্ঘদিন থেকে সুখে-দুঃখে আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।ইনশাআল্লাহ ০২ নং ওয়ার্ডের জনগণের দোয়া ও ভালোবাসা পেলে আমি জয়ের আশাবাদী।