নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে গতকাল শনিবার নুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন।
সুরাবই গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ ছলিম উল্লাহর সভাপতিত্বে সুরাবই গ্রামের সকল মুরুব্বি যুবক দলমত নির্বিশেষে বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া কে সমর্থন এবং পুনরায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার জন্য উপস্থিত সকলই একমত পোষণ করেন এবং ইউনিয়নের প্রতিটি গ্রামে ভোট চাওয়ার জন্য বলা হয়।
সুরাবই গ্রামে ২ টি ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার গত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান তিনি তার গ্রাম সুরাবই থেকে দুই হাজার তিনশত ভোট পেয়েছিলেন এবার ও সকলেই দলমতের উর্দ্ধে ওঠে এই বিজয় ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ, প্রায় ৩ ঘন্টা প্রচুর শীত উপেক্ষা করে শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া বিগত ৫ বছরের উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করলে গ্রামবাসী তাকে সর্বসম্মতিক্রমে নির্বাচন করার জন্য ঐক্যমত পোষন করেন।
সভায় বক্তব্য রাখেন হাজী আশরাফ উদ্দিন জিতু,সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব,গিয়াস উদ্দিন মুখলিছ, উস্তার খা, মিজানুর রহমান দুলাশ, মোঃ মস্তু মিয়া, সৈয়দ মারুফ আহম্মেদ, মোঃ আবু মিয়া, মোঃ জুনাইদ মিয়া প্রমুখ।