মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শাখার পরিক্ষা নিয়ন্ত্রক সাইফুল হক মৃধা জানান, উপজেলায় ৪০টি কিন্ডার গার্টেনের নার্সারি হইতে ৫ম শ্রেণির ১৮৩৫ জন ছাত্র-ছাত্রী ৩টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০৮ জন,অপরুপা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫৫৬ জন ও ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা নোয়াপাড়া কেন্দ্রে ৪৭১ জন মোট ১৮৩৫ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১৪ জন পরিক্ষার্থী।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মোঃ শাহজাহান , পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক,উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, শিক্ষক মুজিবুর রহমান বাহার, শাহিনুর রহমান প্রমুখ, সার্বিক সহযোগিতায় ছিলেন এসোসিয়েশন ভুক্ত প্রত্যেক স্কুলের পরিচালক ও অধ্যক্ষবৃন্দ।
উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, মাধবপুর উপজেলার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা যে ৩টি কেন্দ্র পরিদর্শন করেছি, প্রতিটিই অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে।