মাধবপুর প্রতিনিধি :
মাধবপুরের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদ্বয় ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব ।
গতকাল শুক্রবার রাতে কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক, এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থল যাওয়ার বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাধবপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলা উদ্দিন, মীর খোরশেদ আলম, মাহবুবুর রহমান সোহাগ, মিজানুর রহমান, মোঃ মাসুদ খান ও সৈয়দ আতাউল মোস্তফা সুহেলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়েছে।