চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাটে সোনামনি মুন্ডা (৪০) নামে এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার লস্করপুর চা-বাগানের বিমল মুন্ডার স্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় সোনামনি বিষপান করে ছটপট শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা অবনতি ঘটলে রাতে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সোনামনি মারা যায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।