স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ সদর উপজেলায় নতুন নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আয়েশা আক্তার।
গত বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে সাবেক উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) বর্ণালী পালের কাছ থেকে দ্বায়িত্ব গ্রহণ করেন।
তিনি এর আগে মাধবপুর, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা সদর দপ্তরে নিবার্হী ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ইউএনও বণার্লী পাল মৌলভী বাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি হওয়াতে সদর উপজেলায় আয়েশা আক্তার যোগদান করেন।