চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা হলরুমে চুনারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সজল দাস, চুনারঘাট প্রেসকাবের সভাপতি জামাল হোসেন লিটন, এডভোকেট মোস্তাক বাহার প্রমুখ।
সভায় যথাযথ যোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।