মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে তৃতীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলার ২টি ডিগ্রী কলেজ ও টি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মনষ্ক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, এ মেলার লক্ষ্য হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মনষ্ক শিক্ষার্থীরা উদ্ভাবনী ক্ষমতা ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহার বাড়াতে শিখবে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে ছিলেন, একাডেমী সুপারভাইজার রোকসানা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, শিক্ষক কে এম সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরুল্লাহ ভূঁইয়া সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।