নিজস্ব প্রতিবেদক:
আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২১ নভেম্বর সোমবার রাত ৯ ঘটিকার সময় আজমিরীগঞ্জ টু কাকাইলছেও সড়কে চেকপোস্ট বসিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিক নির্দেশনায় এসআই প্রদীপ রায় এর নেতৃত্বে একটি মোটর সাইকেল সিগনাল দিয়ে আটক করিলে মোটর সাইকেলে থাকা মোঃ রাহেল মিয়া (১৯) পিতা-মোঃ আব্দুল আওয়াল মিয়া, অনু চন্দ্র শীল (৩০) পিতা-সুকুমার চন্দ্র শীলকে আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামীদেরকে তল্লাশীকালে আসামীদের দেখানো মতে
আসামীদের হেফাজতে থাকা ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং তাহাদের ব্যাবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করতঃ জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।