সৈয়দ সালিক আহমেদ :
তিন দফা দাবিতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মটর মালিক ও প্রশাসনের যৌথ বৈঠকের পর এ সিদ্ধাান্ত হয়। বৈঠকের দাবিকৃত বিষয়ে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সূত্রে জানা যায়, বৈঠকে মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ইশরাত জাহানকে তিনদফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো, মহাসড়কের অবৈধ যান চলাচল বন্ধ করা, পেশাদার চালকদের ডোপ টেস্ট এর ব্যবস্থা করা, নবীগঞ্জ উপজেলার সালামতপুর বাসস্টেন্ড ব্যবহারের সুযোগ দেওয়া।
এসময় জেলা প্রশাসক বলেন, সালামতপুর বাসস্টেন্ড বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এর নেতৃত্বে ৫সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটি আগামী ৭দিনের মধ্যে রিপোর্ট প্রদান করার পর এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।
তাছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের বিষয়ে বিআরটিএ এবং ট্রাফিক বিভাগকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। এসময় ডোপ টেষ্ট এর বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
মিটিং এর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মুহাম্মদ হাবিবুর রহমান, মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খান, মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার থেকে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ তিন দফা দাবিতে ধর্মঘট শুরু করে।