বাহার উদ্দিন, লাখাই থেকে:
বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে লাখাইয়ের মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে ২০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানিয়েছে এ দলের সমর্থকেরা। লিওনেল মেসির হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি বলে আশা প্রকাশ করেছেন সমর্থকেরা।
মোড়াকরি গ্রামের আর্জেন্টিনার সমর্থক ইব্রাহিম তালুকদার ও হাসেম তালুকদার এর উদ্যোগে এ পতাকা বানানো হয়। রবিবার(২০ নভেম্বর) বিকেলে মোড়াকরি বাজার হতে বলভদ্র সেতু পর্যন্ত পতাকা নিয়ে আনন্দ মিছিল করেন সমর্থকেরা। সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির স্লোগান।
আর্জেন্টিনার সমর্থক ইব্রাহিম তালুকদার বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে এ পতাকা বানানো হয়েছে। আশা করছি, এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।
এ বিষয়ে ব্রাজিলের সমর্থক মনির বলেন, ‘আমি নিজে ব্রাজিল দলের সমর্থক। আর্জেন্টিনাকে ভালোবেসে যে কাজ করছে, তা সত্যি প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানাই।’
স্থানীয়রা বলেন, আর্জেন্টিনার সমর্থকেরা ২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন। তাদের এই ভালোবাসাকে সাধুবাদ জানাই।