চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
কাতার বিশ্বকাপ-২০২২ কে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে চুনারুঘাট উপজেলার ব্রাজিল সমর্থকেরা অংশগ্রহণ করেন।
রবিবার দুপুরের পর থেকে চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে জড়ো হতে থাকেন ব্রাজিল সমর্থকেরা। একসাথে ব্রাজিলের জার্সি পরিধান করে তারা ফটোসেশনে অংশ নেন। পরবর্তীতে চুনারুঘাট শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করেন ব্রাজিল সমর্থকেরা।
র্যালীতে বিশাল দৈঘের্যর ব্রাজিলের পতাকা দেখা যায়। র্যালীটি চুনারুঘাট শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় ডিসিপি হাই স্কুল মাঠে এসে মিলিত হয়।
র্যালীতে অংশগ্রহনকারীরা বলেন, নান্দনিক ফুটবলের কৃতিত্ব একমাত্র ব্রাজিলের। কাতার বিশ্বকাপে এবার ব্রাজিলই শিরোপার অধিকারী হবে বলে আমরা মনে করি। আয়োজনকারীদের মধ্যে জামশেদ আলী খান রাসেল বলেন, ব্রাজিলের স্কোয়াড বেশ শক্তিশালী। নান্দনিক ফুটবলের কৃতিত্ব ব্রাজিলের। ব্রাজিলের অতীত ইতিহাসও শিরোপা জেতার। তাই কাতার বিশ্বকাপে আমরা আশাবাদী।
আয়োজকদের মধ্যে সোহেল আরমান, বিল্লাল আহমেদ, শাহ প্রান্ত, মোশাহিদ সরকার, বিশাল পাল চৌধুরী, ফখরুল ইসলাম, অপু, রেজুয়ানসহ আরো অনেকেই এতে অংশ নেন।