বাহার উদ্দিন:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সভা শনিবার ( ১৯ নভেম্বর) আমির চান কমপ্লেক্স এর কনফারেন্স হলে দুপুর ১১ টায় অনুষ্ঠিত হয়।
বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।
সভার শুরুতে বাপা হবিগঞ্জের সদস্য ও সদস্যদের আত্মীয়স্বজন এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় সার্বিক পরিবেশ ও প্রতিবেশ নিয়ে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, এডভোকেট রুহুল হাসান শরীফ, পারভেজ চৌধুরী, নাসরিন হক, সুনীল বিশ্বাস,আব্দুল কাইয়ুম, মাহমুদ ইকবাল সুমন, মো: হারুনুর রশিদ, আফরোজা সিদ্দিকা, মুক্তাদির ইবনে সালাম, এডভোকেট শায়লা খান, বাহার উদ্দিন ,এইচ এম সারোয়ার পরাগ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ সনের জন্য অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদকে সভাপতি এবং তোফাজ্জল সোহেলকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।