সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে থ্রি হুইলার গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
শনিবার ( ১৯ নভেম্বর) সকাল থেকে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল এর নেতৃত্বে থানার এস আই রফিকুল ইসলাম একদল পুলিশ ফোর্স ও ট্রাফিক পুলিশ নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর চৌমুহনী সড়কে এবং অপর সড়ক এস আই জাকারিয়া একদল পুলিশ ফোর্স নিয়ে পুরান বাজার চৌমুহনী থ্রি হুইলার ( অটোরিক্সা সিএনজি ) অভিযান চালায় ।
অভিযানে গাড়ির কাগজ পত্র সহ যাচাই – বাছাই করা হয় কিন্তু কোনো গাড়ি মামলা হয়নি।
ফলে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল এ প্রতিনিধিকে বলেন , সড়কে অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করার জন্য নিয়মিত সড়কে অবৈধ গাড়ি নিয়ন্ত্রণ করছে বলে এ অভিযান এবং অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন চলমান আছে ।