শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে দিন দুপুরে দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ ৮৫ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর ২টায় চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজের সিয়াম স্টোরে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, দোকানের তালা দিয়ে জুমার নামাজ পড়তে যান দোকান মালিক দেলোয়ার হোসেন চৌধুরী ।
নামাজ শেষে দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা। পরে তিনি দোকানে ঢুকে দেখেন নগদ ৬০ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন এবং ১০ হাজার টাকার সিগারেট নিয়ে গেছে চুরেরা।
দোকান মালিক দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, দোকানের আয় দিয়েই আমার সংসার চলে। নতুন ব্রীজে চুরদের উৎপাত বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।