সৈয়দ সালিক আহমেদ :
টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে হবিগঞ্জে ২দিন ব্যাপি শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। আগামী ১৯ ও ২০ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে নীমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৩০টি সরকারী বেসরকারী দপ্তর অংশগ্রহন করবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহান এবিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দুই দিন ব্যাপি মেলায় ৪টি প্যাভিলিয়ানে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ৩০টি সরকারী বেসরকারী দপ্তর অংশগ্রহন করবে। তাছাড়া ১৫টি স্থানীয় উদ্ভাবকের উদ্ভাবনী প্রদর্শন করা হবে।
মেলায় উদ্ভাবনী আইডিয়া, ডিজিটাল কুইজ প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতাসহ একাধিক প্রতিযোগীতার আয়োজন করা হবে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সচিব এম এন জিয়াউল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, সহকারী কমিশনার তাসমিন জাহান প্রমুখ।