লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে বিশ্ব অপরিণত নবজাতক দিবস পালন করা হয়েছে। এউপলক্ষে র্যালি ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক র্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ আবু হনো মোস্তফা জামানের সভাপতিত্বে বক্তাগণ বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে (বিডিএইচএস)-২০১৪ মতে শিশু মৃত্যুর ৬১ শতাংশ ঘটে ৫ বছরের মধ্যে। এর মধ্যে ৪৩ শতাংশ অপরিণত নবজাতক।
তাই অপরিণত শিশুকে সুস্থ রাখার জন্য এখন আর যান্ত্রিক ইনকুইবেটর সেবা নয় বরং মায়ের শরীরের সঙ্গে যুক্ত করে ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ (কেএমসি) সেবা দেওয়া হচ্ছে। আর এটাই নবজাতকের জন্য বর্তমান সময়ে সবচেয়ে কার্যকরী প্রদ্ধতি। সীমান্তিক মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় অনুষ্ঠানে সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকতার্গণ উপস্থিত ছিলেন।