এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৈশোরকালীন পুষ্টি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নবেম্বর) সকাল ১১টায় মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজে শ্রেনী কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান,মহাখালী ঢাকার বাস্তবায়নে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত অতিথিগণ ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক প্রোগ্রামের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।নিজেদের পাশাপাশি যদি জনগণকে পুষ্টি নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।এবং সচেতন করা হয় তাহলে সাধারণ মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
এসময় উপস্থিত ছিলেন মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদারসহ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীগণ।