বাহার উদ্দিন, লাখাই থেকে:
হবিগঞ্জের লাখাইয়ে ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিকবিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন।
মঙ্গলবার( ১৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দিন ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় ছাত্রছাত্রীদের দৈনিক সমাবেশ অবলোকন করেন এবং এ বিষয়ে তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ছাত্রছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেদের যত্ন নেয়া এবং পড়াশোনায় মনোযোগী হওয়াসহ নানা বিষয়ে পরামর্শ দেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম পরিদর্শন করেন।