সৈয়দ সালিক আহমেদ :
সড়কে যান চলাচলে নিরাপত্তা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুয়া নাম্বারবিহীন একটি মোটর সাইকেল আটক করা হয়। অভিযানকালে ১৩টি মামলায় ২০ হাজার ৫শত টাকা জরিমানা করে জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আক্তার।
গতকাল সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) হবিগঞ্জ সার্কেলের উদ্যোগে এঅভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএ হবিগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খান জানান, সড়কে যান চলাচলে নিরাপত্তা আনয়নের লক্ষে ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স না থাকা ও ফিটনেসবিহীন চলাচলের অপরাধে ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ২০হাজার ৫শত টকা জরিমানা করা হয়। এসময় ভূয়া নাম্বারযুক্ত একটি মোটর সাইকেল আটক করা হয়। মোটরসাইকেলের পিছনে লেখা ছিল খাদ্য মন্ত্রনালয়। অভিযানে জেলা পুলিশের একদল সদস্য সহায়তা প্রদান করেন।