এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রয়াত আবুল কালাম চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতর স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ নবেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সজল দাশের সভাপতিত্বে ও আব্দুস সামাদ মাস্টারের সঞ্চালনায় উক্ত স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলা ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রয়াত আবুল কালাম চেয়ারম্যানের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উক্ত স্বরণ সভা পালন করা হয়েছে।
এতে উপস্থিত অতিথি গণ জানান,প্রয়াত আবুল কালাম চেয়ারম্যান ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় একজন নেতা।তিনি জীবদ্দশায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও উন্নয়নের কার্যক্রম চলমান রাখার সর্বাত্মক কাজ করে গেছেন।উল্লেখ্য, আজ প্রয়াত আবুল কালাম চেয়ারম্যানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দগণ।
এসময় উপস্থিত ছিলেন সুজিত কুমার মাস্টার,সত্যজিত মাস্টার,আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।