আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচংয়ের সাবরেজিস্ট্রার মোস্তফা মোঃ ইসমত পাশা কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বানিয়াচং উপজেলা সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে সাবরেজিস্ট্রার মোস্তফা মোঃ ইসমত পাশা কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
১৩ নভেম্বর রবিবার বিকাল ৫ টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক আলমগীর রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সংস্থা’র সভাপতি এনায়েত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেন, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুকসেদুজ্জামান খান,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা’র সহসভাপতি মাসুদ মিয়া মিঠুন, সাব্বির চৌধুরী সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আকিকুর রহমান রুমন,নূরুল ইসলাম,বানিয়াচং দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কারণে আমরা ধরে নিতে পারি সাবরেজিস্ট্রার সাহেব ভালো লোক ছিলেন এবং তিনি নিশ্চয়ই ভালো কাজ করেছেন।
এ সময় তিনি সাংবাদিকদের কে গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে বলেন,আমরা মানুষ হিসেবে অজ্ঞাতে ছোট ছোট ভূল করতে পারি।
যদি জনস্বার্থে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করি বা আর্থিক সুবিধা গ্রহণ করি তাহলে অবশ্যই আমাদেরকে ছাড় দিবেন না।
আমাদের বিরুদ্ধে অযথা খোচাখুচি করা ঠিক হবেনা।
সংবর্ধণার জবাবে মোস্তফা মোঃ ইসমত পাশা বলেন,আমি অভিভূত। বানিয়াচংয়ের মানুষ, প্রকৃতি কিছুই ভূলতে পারবোনা।
আমাকে সমাজের সচেতন সমাজের অংশ থেকে সংবর্ধনা দেওয়ায় আমার মনে হচ্ছে আমি হয়তো ভালো কিছু কাজ করেছি।
আমি আসলেই বানিয়াচংয়ের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছি।আমি সবাই কে ধন্যবাদ জানাই,জাতীয় সাংবাদিক সংস্থা, বানিয়াচং প্রেসক্লাব,বানিয়াচংয়ের মানুষ কাউকেই এই জীবনে ভূলতে পারবোনা।