হামিদুর রহমান,মাধবপুর থেকে ঃ
হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন-অচিরেই হবিগঞ্জ জেলা সারা বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ন ও শ্রেষ্ট জেলায় পরিনত হবে।
আমার জেলা প্রশাসক হিসাবে হবিগঞ্জে ১ম পোষ্টিং। তা আমি চ্যালেঞ্চ হিসাবে নিয়ে ছিলাম। আমি চেষ্টা করেছি হবিগঞ্জের জন্য কিছু করার। আমি শুরু করে দিয়ে গেলাম তার সুফল অচিরেই আপনারা পাবেন।
মাধবপুর তথা হবিগঞ্জ জেলাবাসী আমাকে যে ভালবাসা ও সহযোগিতা করেছে তা কোনদিন ভোলা যাবে না। তিনি বৃহস্পতিবার বিকালে মাধবপুরে উপজেলা প্রশাসন, পৌরসভা ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে তাকে দেয়া সংর্বধনার জবাবে এ কথা বলেন।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা প্রশাসকের সহধর্মীনি মিতা আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সেক্রেটারী মুক্তিযোদ্ধা সুকোমল রায়, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী জীবন কৃষ্ণ বণিক, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুুর রহমান, বেবীট্রেক্সী সমবায় সমিতির সভাপতিফিরোজ মিয়া প্রমুখ।